আমার দেশের শত্রু জামায়াত, চরমোনাই বা খেলাফত নয় বরং এ দেশের শত্রু নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ, লালনবাদ ও সেকুলারিজম

আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপারে একই দর্শন লালন করি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক বড় সংগঠন, তার প্রতিটি কাজ, ইসলাম ও মানবতার বিরুদ্ধে সদা প্রতিবাদী হয়ে জ্বলছে।

একটি বিষয় ভালো করে মনে রাখতে হবে,আমার দেশের শত্রু, জামায়াত বা চরমোনাই নয় বরং এ দেশের শত্রু নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ, লালনবাদ, সেকুলারিজম।

আপনার শত্রু পরিষ্কার করুন, আপনার বন্ধু সম্পর্কে ভালোভাবে জানুন, দেখবেন খুব দ্রুতই ঐক্যের পতাকা হাতছানি দিয়ে ডাকবে, ইনশাআল্লাহ। 

আপনারা অনেকেই মনে করেন হয়তো! আমি ভেতরের মা'লু-মাত জানিনা। তাহলে আপনার ভুল হবে। ভেদে মারেফাত সম্পর্কে শুধু শুনেছি, কিন্তু আবুল আলা মওদুদী (রহ) সম্পর্কে শুধু শুনি নাই আমার লম্বা গবেষণা ও স্টাডি আছে। তারপরও অতীতে কোনদিন কোন কিছুই বলি নাই, কারণ আমি ঐক্য প্রয়াসী এবং ভবিষ্যতে, ঐক্যের সকল অন্তরায়-কে উপেক্ষা করে এক প্ল্যাটফর্মে সকল ইসলামী দল অপজিশন শক্তি তৈরি করবে, ইনশাআল্লাহ । আগামীর দেশ হবে ইসলামের দেশ, মনের বড় তামান্না!


আমার দেশের শত্রু জামায়াত, চরমোনাই বা খেলাফত নয় বরং এ দেশের শত্রু নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ, লালনবাদ ও সেকুলারিজম

এই দু'টো দলের ঐক্য অনেক কঠিন হবে, কেন জানেন? এ দুটি দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ইসলামীদের উত্থান ঠেকানোর দুঃসাহস আর কারো থাকবে না। এটি খুব ভালো করেই জানে, ইসলাম ও মানবতা বিদ্বেষী সেকুলার দলগুলো। 

সর্বশেষ, রফিকুল ইসলাম মাদানীকে আপনারা চিনুন, ভালোভাবে চিনুন।একটু ইঙ্গিত দেই! সে ভিন্ন রাজনীতি লালন করে। জামায়াতে ইসলামী দিয়ে চরমোনাই ঘায়েল করতে চায় চরমোনাই দিয়ে জামায়াতে ইসলামীকে ঘায়েল করতে চায়, এটিই তার পলিটিক্স।

আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url