কওমি শিক্ষার পরশে একতার জাগরণ

কওমি শিক্ষার পরশে একতার জাগরণ

আমরা কওমি মাদ্রাসায় পড়েছি একদিন,  

অভাব-দুঃখ-কষ্ট সবই ছিলো সাথী,  

সহ্য করার ক্ষমতা তখন থেকে শেখা,  

বিলাসিতার মোহ ছেড়ে হেঁটেছি পথ সত্যের বাতি।


চোখে ছিলো স্বপ্ন, অন্তরে ছিলো তাওয়াক্কুল,  

আল্লাহর উপর ভরসায় কেটেছে জীবন বেলা।  

দুঃখের মাঝেও ছিলো ইলমের জ্যোতি,  

জীবনের কষ্টগুলো সয়ে নিয়েছি খুশি মনে।


বিলাসিতা কি, তা আমরা জানি না সেভাবে,  

ছেড়ে দিয়েছি তার মোহ, মেনে নিয়েছি বাস্তবতাকে।  

খালি হাতে হয়তো শুরু, কিন্তু ছিলো ঈমান,  

আল্লাহর রাস্তায় চলতে, নেই কোনো পিছুটান।


বন্ধু, এসো একতার পতাকা নিয়ে দাঁড়াই,  

বিভেদ ভুলে, হৃদয়ে ভালোবাসা জ্বালাই।  

আমরা যারা সহ্য করেছি দুঃখের পাহাড়,  

তাদের হাত ধরেই একতা আনবে নতুন প্রহর।


এই কবিতা কওমি উলামায়ে কেরামের প্রতি উৎসর্গিত,  যাদের শিক্ষা ও ত্যাগে প্রতিদিন আলোকিত হয় একতার সূর্য,  যারা মানবতার দিশারি, সত্যের পথপ্রদর্শক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url