আলো জাগা মক্কার বুকে
মক্কার বুকে এক আলো ফুটল, ৫৭০ সালে,
পবিত্র ঘরে জন্ম নিলেন, শান্তির পরশে।
আমিনার কোল ভরে উঠল, নবীজির মমতায়,
আল্লাহর প্রেরিত দয়া তিনি, রহমত এ দুনিয়ায়।
মক্কার রাস্তায় বেড়ে উঠলেন, দয়াশীল, সত্যবাদী,
"আল-আমিন" নামে পরিচিত, মানবতার সাথী।
হেরা গুহায় একাকী বসে পেলেন নবুওত,
চল্লিশ বছর বয়সে এল, সত্যের প্রথম আহ্বান।
মক্কার মাটি ধন্য হলো, নবীর প্রথম দাওয়াতে,
আল্লাহর পথে চলার কথা শোনালেন নিঃস্বার্থভাবে।
কিন্তু পাথর, লাঞ্ছনা ছিল তার প্রাপ্য মক্কার মায়ায়,
তাহলেও তিনি রইলেন ধৈর্যশীল, বান্দার দায়ে।
মদিনায় এল হিজরতের দিন, মুক্তির নতুন পথ,
নবীর পায়ে পায়ে মদিনা হলো শান্তির স্থানমত।
ভ্রাতৃত্ব আর ন্যায়ের জ্যোতি ছড়াল তাঁর প্রতিটি কাজ,
মদিনার বুক জ্বলল আলোর, নির্মল শান্তির ভাষ।
তেরোটি যুদ্ধের ডাক এল, বদর থেকে শুরু,
উহুদে দাঁড়ালেন সাহস নিয়ে, বীরত্বে ভরা গুরু।
খন্দকের প্রান্তরে শত্রুরা এল, কিন্তু ফিরল লাজে,
তাঁর প্রতিটি জয় ছিল রহমত, ক্ষমার মোহনায় সাজে।
তোমার আলোতে আলোকিত হল দুনিয়া,
তুমি সত্যের মশাল, শান্তির জাহাজিয়া।
মক্কা, মদিনা, যুদ্ধের ময়দান—তোমার নাম অমর,
হে প্রিয় নবী, তোমার শিক্ষা আমরা রাখি জীবনভর।
- মুফতি শাব্বির আহমাদ