বাংলাদেশ খেলাফত মজলিস - বিপ্লবের ডাক
তারুণ্যের মজলিস, অন্যায়ের বিষম তীব্র বিরোধী,
জনসমাজে গর্জে ওঠে ওলামাদের প্রতিধ্বনি,
বাতিলের মসনদে থরথর কাঁপন ধরায়,
শাইখুল হাদিসের কাফেলা আসে বজ্রসম আওয়াজ,
খিলাফত তুমি মোদের গর্ব, তুমি বিপ্লবের আজান।
বাতিলের সাথে আপোষহীন অগ্নিস্ফুলিঙ্গের শপথ,
তুমি রাহবার, আধিপত্যের বিরুদ্ধে শাণিত অস্ত্র,
নাস্তিক, মুরতাদ ভয়ে শিউরে উঠে, তসলিমারও ত্রাস,
তুমি এক চিরঅবিনাশী বিদ্রোহী সত্তা,
তুমি ছিলে আপোষহীন, থাকবা আজীবন অবিরত।
বাংলাদেশ খেলাফত মজলিস, জনতার গর্জন,
অধিকার আদায়ের সুরে তুমি জাগাও প্রতিরোধের ঝড়,
ফারাক্কা বাঁধ লংমার্চে মুখে ছিল দৃপ্ত শ্লোগান,
স্বাধীনতার পতাকায় তোমার সংগ্রাম,
প্রতিটি হুঙ্কারে কাঁপে শত্রুর ঘর, বাংলাদেশ সাক্ষী।
তুমি খিলাফতের প্রহরী, বাতিলের বিরুদ্ধে বজ্রগর্জন,
জিহাদের ডাক তুলে জাগাও জনতার মন,
বাংলার মাটিতে গড়া তোমার অটল সংগ্রাম,
তোমার প্রতিটি পদক্ষেপে বেজে উঠে ইসলামের গান,
বাংলাদেশ খেলাফত মজলিস, তুমি চিরজাগ্রত অবিনশ্বর বাণী।
তোমার এই পথচলা থামবার নয়, হবেনা নিষ্প্রভ,
তুমি সংগ্রামের প্রতীক, তুমি জিহাদের আলোকিত রাহবার,
ইসলামের ঝাণ্ডা হাতে উড়াও বিশ্বে বিজয়ের পতাকা,
জনতার অন্তরে তুমি চিরকালের গর্বিত ধ্বজা,
বাংলাদেশ খেলাফত মজলিস, তুমি আমাদের চিরকালের অহংকার।