ফ্যাসিস্টের ছায়া
আওয়ামী ফ্যাসিস্ট, দালালের দল,
ইসলাম নির্মূলে ওরা থাকবে চিরকাল।
তবু কেন আপোষ, কেন এত হাসি,
ক্ষমতার লোভে জেলে ভরে হাজার আলেম,
হেফাজত থেকে নাও শিক্ষা, এই যে সেলাম।
ওদের পেতাত্মা ঘুরছে গলি-মহল্লায়,
রেখে গেছে বিষ, ছড়ায় প্রতিটি কোণায়।
রূপ পাল্টে ফেরে ওরা, অন্ধকারে লুকায়,
গণতন্ত্রের মুখোশ পরে চক্রান্তে ঢুকে যায়।
মুদ্রার পিঠ গেছে, আরেক পিঠে লোভ,
ফ্যাসিস্টের সাথে যারা, তাদের নেই কোনো ক্ষোভ।
আগামী হবে আলেমদের, এদেশ শান্তির স্থল,
ইমানের শক্তিতে গড়বে নতুন ভোরের দল।
শেকল ভাঙবে ফ্যাসিস্টের, আসবে আলোর সকাল,
মোল্লারাই গড়বে দেশ, মুক্তি হবে সবারই কাল।
- কবি শাব্বির আহমাদ