হেফাজতের সংগ্রাম
হেফাজতের ডাকে ছুটেছি, রক্তে আগুন জ্বলে,
পথে পথে আমরা সবাই, নবীর প্রেমে মশগুলে।
কুষ্টিয়া থেকে পাবনার ট্রেন ধরে, ঢাকার পথে ছুটেছিলাম,
সাত রুটি সাথে নিলাম, হৃদয়ে ত্যাগের বাণী জানালাম।
শাপলা চত্বরের পথে পা রেখেছি দৃঢ় চিত্তে,
তকবিরে মুখরিত, আকাশ-বাতাস ভরে উঠেছিল তাতে।
সাদা পাগড়ী, কালো পাগড়ী, একত্রিত এক জোট,
নবীর প্রেমের জ্বালায় আমরা হয়েছি অবিচল হুঙ্কার আরও প্রবল।
পুলিশের বুলেট, গ্যাস আর গরম পানি,
তবু থামাতে পারেনি ফ্যাসিস্টদের অমানবিক রানি।
রাত্রির অন্ধকারে শহীদ হয়েছে কত সহস্র জন,
শাপলার বুকে ছড়িয়ে গেলো রক্তের আলোড়ন।
২০১৩, সেই দিন এখনো স্মৃতিতে জ্বলে,
তৌহিদী জনতার ত্যাগের গল্প আজও বিশ্বময় বলে।
তবে আজ ২০২৪, ত্যাগের বিপ্লব ছড়িয়ে গেছে বহুদূর,
কিছু স্বার্থলোভী পথভ্রষ্ট, নিজেদের ভুলে পাগল হয়েছে পদের।
হেফাজত কি চেয়েছিল পদের লোভে পাগল হওয়া?
না, তা ছিল নবীর প্রেমে জ্বলে ওঠা ত্যাগের দান।
তাই আজও আকাশ-বাতাস মুখরিত হবে, সত্যের চেতনায়,
হেফাজত দাঁড়াবে এক মহাসমুদ্রের তেজস্বী প্রবাহে।
তৈরি হও শাব্বির! কলম ধরো আবারো হাতে,
হেফাজতের ত্যাগের গল্প লেখো শিরোনামেতে।
এই বিপ্লব চিরন্তন, কোনো ব্যক্তি নয় হেফাজতের কান্ডারি,
বাংলার তৌহিদী জনতার হৃদয়ে জাগবে এর অমর দাবী!
— কবি শাব্বির আহমদ