শিশুদের জন্য ইসলামী গজল

শিশুদের জন্য ইসলামী গজল

আকাশে পাখি ডাকে, মিষ্টি সুরে গান,
নদীর বুকে নৌকা চলে, ঢেউয়ে খেলে গাঙ।
সূর্য মামা ওঠে হেসে, রোদ ঝরায় সোনা,
আমরা ছোট, আল্লাহর নামে করি পার্থনা।
সবুজ মাঠে দোলা লাগে, ফুল ফোটে হাসিমুখ,
খাল-বিলের শাপলা শালুক, দেখি কত সুখ!
আল্লাহর দুনিয়ায় কত স্বপ্ন, মায়ায় ভরা সব,
আমরা সবাই সেজদা করি, তাঁর কাছে আছে সব।
চাঁদ-তারা আকাশে জ্বলে, অন্ধকারে আলো,
আল্লাহর নাম স্মরণ করি, মুছে যায় সব কালো।
তাঁরই দান সবকিছুতে, বারাকাহ পাই সারাক্ষণ,
আমরা ছোট্ট মন দিয়ে করি, আল্লাহর ধ্যান।
রাতে ঘুমে দেখি স্বপ্ন, বেহেশত ফুলের বাগান,
সেখানে আছে শান্তি ভরা, মহান আল্লাহর দান।
আল্লাহর নাম জপি মিলে, খেলি আমরা সবাই,
আমরা ছোট্ট তাঁরই বান্দা, প্রভুর পথে হাঁটতে চাই।
এই ছন্দময় গজলটি শিশুদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার বীজ বপন করবে, এবং তাঁদের সৃষ্টির রূপ-রস-গন্ধের প্রতি মুগ্ধতা ছড়িয়ে দেবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url