প্রিয়তমা: কবিতা

প্রিয়তমা: কবিতা


তুমি আমার প্রিয়, তুমি আমার সুখ,
যেখানেই যাও, সেখানেই থাকে আঁখির দৃষ্টি।
তোমাকে ছাড়া আমি একাকী,
দূরে গেলে ভেঙে যায় মন, হয় তৃণ-মালার পঁচা।
তুমি যদি অন্য কোথাও যাও,
মন মরে যায়, নিশ্বাস থেমে আসে।
সুখ যেন পালায়, দূরে সরে যায়,
কষ্টের অন্ধকারে হারায় এই জীবনবাস।
তোমার হাসিতে ভরা দিন,
অথবা মনে পড়ে শীতল বাতাস।
সুখের চাঁদে অঙ্কিত তোমার নাম,
আহা! কিভাবে হবে সেই নিরাময়?
আমি চাই তোমাকে, শুধুই তোমাকেই,
যেখানে তুমি নেই, সেখানে শুন্যতা।
সুখের জন্য তোমার কাছে ফিরে আসি,
অন্যান্য সব কিছুর মাঝে শুধুই তুমি, প্রিয় আমার।
তুমি থাকলে অনুভব করি নতুন সকাল,
তুমি ছাড়া বাকি সব যেন ছেঁড়া পাতার।
এমন এক পৃথিবী, যেখানে তুমি আছো,
অন্য কোথাও সুখ? নেই, শুধু কষ্ট, শুধু কষ্ট।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url