শাপলার ছোঁয়ায় শিশুর হাসি
সকালের হাওয়ায়, সড়কের ধারে,
ছোট্ট এক ছেলে হাঁটে খালি পায়ে,
মাথায় তার শাপলা, সাদা আর ভেজা,
বিল থেকে তোলা, শিশিরে মেশা।
হাওয়ায় দুলছে ফুলের মায়াবী কোল।
মুখে তার হাসি, চোখে আশা ভরা,
বাজারের পথে সে যাচ্ছে নির্ভয়ে।
পথচারী থামে, চেয়ে দেখে তাকে,
শাপলার মাঝে যেন স্বপ্নের ঝলকে।
নিঃশব্দে বলে প্রকৃতি ও মন,
"এই দৃশ্য যেন রব তোমার দান।"
- শাব্বির আহমাদ