শিশিরে ভেজা সকালবেলা Mufti Shabbir Ahmad ১৪ অক্টো, ২০২৪ শিশির ভেজা কদুর গাছ, আলো দেয় তার মৃদু আশ। আকাশ থেকে ঝরে জল, গাছের পাতায় ঝলমল। তরুলতা সব ভিজে যায়, হিমেল হাওয়ায় নেচে বায়। শুভ সকাল, নতুন দিন, প্রকৃতি রাঙায় অমলিন। পাখিরা গায় সুরের গান, নবদিনে শুরু হোক প্রাণ। প্রকৃতির এই মধুর ছোঁয়া, পৃথিবী সেজে স্বর্গের মায়া।