একটি ঐক্য দেখবো বলে

একটি ঐক্য দেখবো বলে


একটি ঐক্য দেখবো বলে,
ত্যাগ করেছি রাগের ঢেউ।
বাক-বিতর্কে জড়াইনি আমি,
নীরব থেকেছি, মুছে ক্ষোভের দেউ।

যখনই শোনি কারো আহ্বান,
প্রাণ ছুটে যায়, থামে না মন।
সীমাহীন ক্লান্তি সয়ে চলি,
শুধু মেলে ধরি ঐক্যের পতন।

এই আশাতে বাধি হৃদয়ের ঘর,
জাতি হোক মুক্ত, দুঃখের পর।
অন্যায় গলে, পাপে নাহি স্থান,
শান্তির কণ্ঠে ফুটুক নতুন গান।

অধিকারহারা ফিরুক অধিকার,
শূন্য ভিটেতে জ্বলুক নতুন সংসার।
প্রতিবেশী দেশ করুক সুমিষ্ট আচরণ,
মানবতার গানে উঠুক মিলনের সুর।

এই স্বপ্ন, এই আশা, এই দৃঢ় বিশ্বাস,
হোক জীবনের সত্যিকার ইতিহাস।
একটি ঐক্য দেখবো বলে,
আমার পথচলা, এই প্রাণের আকাশ।

হোক এই ধরণী শান্তির আধার,
ভ্রাতৃত্বে গড়ুক নতুন এক সংসার।
এই শপথে দৃঢ় থাকি অনড়,
একটি ঐক্য দেখবো, পূরণ হোক স্বপ্নজড়।

- মুফতি শাব্বির আহমাদ 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url