জাগো ভোরের ডাকে

জাগো ভোরের ডাকে


আর কত ঘুমাবে, ওঠো বন্ধু,
ফজরের আযান তোমায় ডাকছে।
এখন সময় এসেছে মন মেলো,
শুধু তুমি উঠ, আর কিছু ভাবো না।

শান্তি ভরা একটি প্রভাত এসেছে,
আল্লাহর রহমত বয়ে চলেছে।
স্বপ্নের ঘর থেকে বেরিয়ে এসো,
এখন সময় সত্যকে জানো, বুঝো।

আযানের আওয়াজে হৃদয়ে শিখে,
মোমের মতো জ্বলবে তবু দীপ্তি।
ভোরের আলোতে তুমি লালিত হবে,
শান্তির পথে চলো, আল্লাহর সান্নিধ্যে।

আর কতক্ষণ ঘুমাবে, বন্ধুরা?
ফজরের আযান তোমাকে ডাকছে।
উঠো, করো তাওবা, প্রার্থনা করো,
এক নতুন জীবন শুরু হওয়া যাক।

এভাবে জেগে উঠো, আল্লাহর পথে,
নির্ভীক হও, বিশ্বাসে শক্ত হয়ে।
ফজরের আযান, তোমায় ডাকে আজ,
এটি জীবনের সেরা সুযোগ, বুঝে ওঠো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url